বিজলীকে আমরা বিশ্ব মানের সিনেমা বলতে পারি: ইয়ামিন হক ববি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৫:১০ পিএম, ১১ এপ্রিল ২০১৮

ববি
অনলাইন ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা ববি হক। তবে এ পরিচয়ের বাইরেও নতুন এক পরিচয় নিয়ে হাজির হলেন ববি। তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ববস্টার থেকে নির্মাণ হয়েছে ‘বিজলী’ সিনেমাটি।
পহেলা বৈশাখ উপরলক্ষে আগামী ১৩ এপ্রিল মুক্তি পাচ্ছে সিনেমাটি। ছবিটি নিয়ে দারুণ আশাবাদী ছবিটির নায়িকা ও প্রযোজক ববি।

বিজলী হচ্ছে সুপার পাওয়ারের গল্প নিয়ে একটি ছবি। যার মূল চরিত্র প্লে করেছেন ববি। ছবিটি প্রসঙ্গে বিজলী বলেন, ‘দর্শকদের ভালোবাসার জন্যই চলচ্চিত্রের মন্দার বাজারে ‘বিজলী’ সিনেমাটি প্রযোজনার দুঃসাহস দেখিয়েছি। তারা আমাকে যেভাবে গ্রহণ করেছেন সেই ভরসায় এই সিনেমাটি করেছি।

এছাড়া ইফতেখার চৌধুরীর উপর বিশ্বাস ছিল। এই সিনেমার শুটিং চারটি দেশে করা হয়েছে। সবকিছু খুব গুরুত্ব সহকারে করা হয়েছে। এটাকে আমরা বিশ্ব মানের সিনেমা বলতে পারি। এটি বাংলাদেশের সিনেমা, বাংলাদেশের গল্পের সিনেমা। হ্যাঁ, এতে কিছু কলাকুশলী কলকাতা ও বাহিরের রয়েছেন। যারা ভালো বলবেন না তাদেরকেও ধন্যবাদ। যত খারাপ বলবেন আমি আরও উন্নতি করার চেষ্টা করব। ভালো বলেন, খারাপ বলেন, কিন্তু কখনও আমাকে ইগনোর করবেন না।’

এতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, শতাব্দী রায়, দিলারা জামান, আহমেদ রুবেলসহ অনেকে।
এ এম বি। পিএন

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)