বিশ্ব রেকর্ডের মালিক শুধুই সাকিব

আবু জর রফি
আবু জর রফি, সাব-এডিটর
প্রকাশিত: ১০:২১ এএম, ২৬ এপ্রিল ২০১৮

সাকিব আল হাসান
অনলাইন ডেস্কঃ
একটি মাত্র উইকেটের জন্য রেকর্ডটা হচ্ছিল না সাকিব আল হাসানের।

অবশেষে সেই সুযোগ এলো, মুম্বাইয়ের বিপক্ষে মঙ্গলবার কাঙ্ক্ষিত উইকেটটি শিকার করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

প্রবেশ করেন টি-২০’র তিন শ’ উইকেটের ক্লাবে। মুম্বাই অধিনায়ক রোহিত শর্মাকে সাজঘরে ফিরিয়ে তিন শ’ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। টি-২০তে তিন শ’ উইকেট পাওয়া প্রথম বাঁ-হাতি বোলার তিনি।

টি-২০ তিন শ’ উইকেট খুব বেশি বোলারের নেই।

সাকিবের আগে ছিলেন ডোয়াইন ব্রাভো, লাসিথ মালিঙ্গা, সুনীল নারাইন ও শহিদ আফ্রিদি। পঞ্চম ক্রিকেটার হিসেবে নাম লেখালেন সাকিব। ২৬০তম ম্যাচে এই রেকর্ড গড়লেন সাকিব।

এই রেকর্ড গড়ায় সবার চেয়ে একদিকে দিয়ে এগিয়ে বাংলাদেশ অধিনায়ক। সেটি হলো টি-টোয়েন্টিতে তিন শ’ উইকেট পাওয়া প্রথম বাঁহাতি বোলার তিনি।

টি-২০তে তিন শ’ উইকেটশিকারীদের তালিকা

– নাম—————ম্যাচ———-উইকেট

ডোয়াইন ব্রাভো—–৩৮০———৪১৭
লাসিথ মালিঙ্গা—–২৫৬———-৩৪৮
সুনীল নারাইন——২৭৭———-৩২৫
শহিদ আফ্রিদি—–২৭৪———–৩০০
সাকিব আল হাসান-২৬০———–৩০০
পাথরঘাটা নিউজ/এজেআর/২৬ এপ্রিল

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)