বিপিএলে কোন খেলোয়াড়দের দলগুলো ধরে রেখেছে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১২:২৮ পিএম, ৩ অক্টোবর ২০১৮

বিপিএলে কোন খেলোয়াড়দের দলগুলো ধরে রেখেছেবাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রিটেইন অর্থাৎ ধরে রাখা খেলোয়াড়দের তালিকা জমা দেয়ার শেষ দিন ছিল ৩০ সেপ্টেম্বর। আগের আসরের খেলোয়াড়দের মধ্যে দেশি-বিদেশি মিলে সর্বোচ্চ চারজন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ ছিল দলগুলোর। একমাত্র চিটাগাং ভাইকিংস বাদে সবগুলো দলই তাদের রিটেইন খেলোয়াড়দের তালিকা জমা দিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে। কারণ দলটি এবারের আসরে অংশ না নেয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।
তাই তালিকা জমা দেয়নি তারা।

 

বাকি ছয়টি দলের মধ্যে সিলেট সিক্সার্স বাদে সবাই চারজন করে পুরনো খেলোয়াড় ধরে রেখেছে। সিলেট ধরে রেখেছে তিনকে।

এদিকে রাজশাহী কিংস গতবারের আইকন ক্রিকেটার মুশফিকুর রহিমকে ছেড়ে দিয়েছে। কারণ দলটির নতুন আইকন হচ্ছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। নিয়ম অনুয়ায়ী, একটি দল কেবল একজন আইকন খেলোয়াড়কেই ধরে রাখতে পারবে।

এছাড়া অন্য দলগুলো তাদের আইকন ক্রিকেটারদের ধরে রেখেছে। আনুষ্ঠানিকভাবে রিটেইন খেলোয়াড়দের তালিকা ঘোষণা না হলেও তা মিডিয়ায় চলে এসেছে।

এক নজরে দেখে নেয়া যাক দলগুলো কোন খেলোয়াড়দের ধরে রেখেছে-

রাজশাহী কিংস : 
মোস্তাফিজুর রহমান, মুমিনুল হক, জাকির হোসেন, মেহেদী হাসান মিরাজ।

রংপুর রাইডার্স : 
মাশরাফি বিন মর্তুজা, ক্রিস গেইল, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিথুন।

ঢাকা ডায়নামাইটস : 
সাকিব আল হাসান, সুনিল নারিন, রোভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড।

খুলনা টাইটান্স : 
মাহমুদুল্লাহ রিয়াদ, আরিফুল হক, নাজমুল ইসলাম শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : 
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, শোয়েব মালিক।

সিলেট সিক্সার্স : 
সাব্বির রহমান, নাসির হোসেন, সোহেল তানভির।(সূত্রঃ নয়াদিগন্ত)

 

 

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩ অক্টোবর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)