বরগুনার তালতলীতে স্কুল ভবনের ভিম ধ্বসে পড়ে নিহত ১জন, আহত ১০ জন।

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৩:০২ পিএম, ৬ এপ্রিল ২০১৯

বরগুনার তালতলীতে স্কুল ভবনের ভিম ধ্বসে পড়ে নিহত ১জন, আহত ১০ জন।

তালতলী উপজেলার ০৫নং ছোটবগী পি,কে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন আজ দুপুর ১২.৩৫ মিনিটের সময়ে আকস্মিকভাবে শ্রেণী কক্ষের গ্রেড ভীম ভেঙ্গে শিক্ষার্থীদের মাথার উপরে পরে ১ জন শিক্ষার্থী নিহত ও ১০ গুরতর আহত হয়েছে।
বরগুনার তালতলীতে স্কুল ভবনের ভিম ধ্বসে পড়ে নিহত ১জন, আহত ১০ জন।

আহতরা হচ্ছে-মানসুরা,রুমা,সাদিয়া, ইসমাইল,রোজমা ও শাহীন।এদের মধ্যে মানসুরার অবস্থা আশংকাজনক।আহতদের নিয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ আমতলী হাসপাতালে যাওয়ার পথে মানসুরা পিতা- নজির তালুকদার,গ্রাম-গেন্ডামারা, নামক মেয়েটি মারা যায়। বিদ্যালয় ভবনটি ২০০২ সালে নির্মান করেন এল,জি,ই,ডি। ঠিকাদার “সেতু এন্টাররপ্রাইজ ”
বিস্তারিত জানতে চোখ রাখুন পাথরঘাটা নিউজ পেইজে

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)