মুফতি সৈয়দ রেজাউল করিম চরমোনাই মাহফিলে হাত পাখায় ভোট চাইলেন.পীর সাহেব চরমোনাই

আবু জর রফি
আবু জর রফি, সাব-এডিটর
প্রকাশিত: ১০:৫৬ পিএম, ৯ মার্চ ২০১৮ | আপডেট: ১০:৫৯ পিএম, ৯ মার্চ ২০১৮

পীর সাহেব চরমোনাই
পাথরঘাটা নিউজ ডেস্কঃ
বরিশালের চরমোনাই দরবার শরীফের তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘হাত পাখা’ প্রতীকে ভোট চাইলেন বক্তারা। চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম সহ মাহফিলের সব বক্তারা তাদের রাজনৈতিক দলের ‘হাত পাখা’ প্রতীকে ভোট চেয়েছেন। বক্তারা বলেছেন, ‘২০১৮ সাল হলো নির্বাচনী চ্যালেঞ্জের বছর। হাত পাখা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে সকলকে নির্বাচনী জেহাদে অংশ নিতে হবে’। মাহফিলে উপস্থিত লক্ষাধিক মুসল্লি ছাড়াও বরিশাল নগর ও আশপাশ থেকে হাজার হাজার মুসল্লি জুমার নামাজের অংশ নিতে চরমোনই যান। মাহফিলের দ্বিতীয় দিনে জুমার নামাজের খোৎবার আগে আলোচনায় ইসলামী আন্দোলনের নায়েবে আমীর ও পীরের সহোদর মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম বলেন, নির্বাচন হলো ইসলাম প্রতিষ্ঠার জন্য জেহাদের সামিল। অন্যান্যা দলগুলো তাদের প্রতীকে ভোট চেয়ে গণতন্ত্র- সমাজতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেবে। শুধুমাত্র ইসলামী আন্দোলন ভোটারদের কাছে হাত পাখা প্রতীকে ভোট চেয়ে দেশে ইসলামী শাসন কয়েম করার প্রতিশ্রুতি দিচ্ছে ।জুমার নামাজের আগে মাহফিল মাঠে ইসলামী ছাত্র আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম আগামী নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীকে বিজয়ী করার জন্য ছাত্র আন্দোলন কর্মীদের প্রস্ততি নেওয়ার আহ্বান জানান।

পাথরঘাটা নিউজ/এজেআর/৯ মার্চ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)