পাথররঘাটায় জাটকা ও ট্রলারসহ ৭ জেলে আটক

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০২:০৩ পিএম, ২১ ফেব্রুয়ারী ২০২২

ছবিঃ পাথরঘাটা নিউজবরগুনার পাথরঘাটায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শহিদুল ইসলামের মালিকানাধীন এফবি হামিম নামের একটি মাছধরা ট্রলার ৪০ মন জাটকাসহ ৭ জন জেলেকে আটক করেছে পাথরঘাটা স্টেশনের কোস্টগার্ডের সদস্যরা।

সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীর পাথরঘাটা লঞ্চঘাটের খালের মোহনা থেকে আটক করা হয়।

আটক জেলেরা হলো, মো. পনু, মো. সগীর, শহীদুল ইসলাম, নজরুল ইসলাম, ইমরান হোসেন, আবু হাসান, শহিদুল ইসলাম।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেনেন্ট হারুন-অর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কিছু অসাধু জেলে সাগর থেকে জাটকা ইলিশ শিকার করে বিএফডিসি ঘাটে নিয়ে আসেন। সেখানে জাটকা বিক্রি করতে না পেরে অন্যত্র বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এমন সংবাদে অভিযান চালিয়ে এফবি হামীম নামের একটি ট্রলার ও বিপুল পরিমাণ ঝাটকাসহ ৭ জেলেকে আটক করা হয়। পওে সির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্ব্হাী কর্মকর্তা মো. হোসাইন মোহাম্মাদ আল মুজাহিদ জেলেদের মধ্যে ৬ জনকে ২ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করে জাটকা গুলো বিভিন্ন এতিমখানায় ভিতরন করে দেন এবং ট্রলারটির মুসলেকা রেখে মালিকের জিম্মায় দিয়ে দেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)