পাথরঘাটা আড়ৎদাড় সমিতির মিলন মেলা

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২০ পিএম, ২৭ মার্চ ২০২২

পাথরঘাটা বরগুনা প্রতিনিধি

দেশের বৃহত্তর মৎস্য বন্দর বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি আড়ৎদাড় সমিতির মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় হরিণপালা ইকোপার্কে। নানা আয়োজনে রবিবার দিন ব্যাপী এ মিলন মেলায় অংশ নেন পাথরঘাটার নানা পেশার মানুষ।


আড়তদার সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন জোমাদ্দার জানান সারা বছর ব্যাবসায়িক পেশার সাথে জড়িত থাকায় ব্যাবসায়ীদের নিয়ে আলাদা করে সময় বের করা হয় না। এ কারণে সংশ্লিষ্টদের নিয়ে আমরা দিন ব্যাপী একটি মিলন মেলার আয়োজন করেছি।


আড়তদার সমিতির সাধারণ সম্পাদক এনামুল হোসেন জানান দিনব্যাপী মিলন মেলায় বিভিন্ন ধরনের বিনোদনের আয়োজন করা হয়। এছাড়াও লাকি কুপনের মাধ্যমে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।


এতে উপস্থিত ছিলেন বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাসানুর রহমান রিমন, জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, পাথরঘাটা নিউজ এর সম্পাদক কাজী রাকিব বিন তোহা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএমএম জসিম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আমিন সোহেল প্রমুখ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)