পাথরঘাটায় ৪ বস্তা হরিনের মাংস উদ্ধার
সুন্দরবন সংলগ্ন বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদীর চরদুয়ানীর খালের মুখ থেকে পাচারের ২’শ কেজি হরিনের মাংস উদ্ধার করেছে চরদুয়ানী নৌ পুলিশ।
এসময় হরিনের মাংস বহনকারী একটি ট্রলার জব্দ করতে পারলেও হরিনের মাংস পাচারকারীরা পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন চরদুয়ানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: শহিদুল ইসলাম সরদার।
শনিবার (১১ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে এগুলো উদ্ধার করা হয়।
ফাঁড়ির ইনচার্জ মো: শহিদুল ইসলাম সরদার জানান নিয়মিত বলেশ্বর নদীতে টহল দেয়ার সময় দেখা যায় বিষখালী ও বলেশ্বর নদীর বাড়ানি খালের মুখে একটি মাছ ধরা ট্রলার থেকে কিছু নামানো হচ্ছে। এসময় ট্রলারের কাছে গেলে ট্রলারে থাকা লোকজনকে লাফিয়ে পরে পালিয়ে যায়। পরে ট্রলারে উঠে তল্লাশি করে চারটি বস্তা পাওয়া যায়। এই বস্তার মুখ খুলে দেখা যায় এর মধ্যে হরিনের মাংস। যা আনুমানিক ২’শ কেজি হবে বলে ধারণা করা হচ্ছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি