পাথরঘাটায় বিদ্যুতায়িত হয়ে এক ব্যাক্তির মৃত্যু

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৫:১৮ পিএম, ১ অক্টোবর ২০২৩

এই ছবিটি প্রতিকীবরগুনার পাথরঘাটায় বিদ্যুতায়িত হয়ে মো. রাসেল মিয়া (৪০) নামের এক ব্যাক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।

রোববার দুপুর ১২ টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের কাকচিড়া-পাথরঘাটা মহাসড়কের আমতলা-বটতলার মধ্যবর্তী হাসেম হাওলাদার বাড়ির মসজিদের সামনে এঘটনা ঘটে।

নিহত রাসেল মিয়া উপজেলার কাকচিড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি এলাকার খলিলুর রহমানের ছেলে।

রাসেলের স্ত্রী মাহিনুর বেগম জানান, সকাল ১১ টার দিকে তার স্বামী রাসেল মিয়া বাড়ির সামনের গাড়ি রাখার গ্যারেজে অটোরিকশার চার্জার সারছিল। তখন বিদ্যুতের সংযোগ বন্দ না করে কাজ করায় হঠাৎ করে সে বিদ্যুতায়িত হয়। এর কিছুক্ষন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

তিনি আরো জানান, রাসেল মিয়া দীর্ঘদিন ধরে কালমেঘা ইউনিয়নের মধ্য কালমেঘা এলাকায় তার শ্বশুর বাড়িতে বসবাস করে আসছেন।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার জানান, সুরহাল করা হয়েছে, পরিবারেএ পক্ষ থেকে অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)