মাশরাফির আহ্বান

আবু জর রফি
আবু জর রফি, সাব-এডিটর
প্রকাশিত: ১২:৩২ পিএম, ১০ এপ্রিল ২০১৮

মাশরাফি বিন মুর্তজা
অনলাইন ডেস্কঃ
মুন্সীগঞ্জে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বিজয় দিবস টি ২০ ক্রিকেটের ফাইনালে মুন্সীগঞ্জ সদর উপজেলা এক উইকেটে গজারিয়া উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সোমবার মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে ফাইনাল খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সায়লা ফারজানা।

গজারিয়া প্রথমে ব্যাট করে সাত উইকেটে ১৫১ রান করে। জবাবে সদর উপজেলা নয় উইকেট হারিয়ে ১৫৩ রান করে জয়ী হয়। ফাইনাল চলাকালীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা।

হেলিকপ্টার থেকে নামার সঙ্গে সঙ্গে দর্শকরা ঘিরে ধরেন মাশরাফিকে। খেলা শেষে বিকেলে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার মো. নুরুন্নবী ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি।

উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মুন্সীগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ ফয়সাল। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সায়লা ফারজানা।

মাশরাফি তার বক্তব্যে তরুণ প্রজন্মকেমাদক ও নেশার জগত থেকে বের হয়ে খেলাধুলায় বেশি মনোযোগ দেয়ার আহ্বান জানান। পুরস্কার বিতরণী শেষে ঢাকায় ফিরে যান নড়াইল এক্সপ্রেস।
পাথরঘাটা নিউজ/এজেআর/১০ এপ্রিল

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)