‘আমার মৃত্যুর জন্য আমিই দায়ী’ : তোমার অভিশপ্ত মেয়ে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ১১ এপ্রিল ২০১৮

তিথী“ মা করো তোমরা আমাকে। ভালো থেকে আর আমাকে ভুলে যেওনা অনেক কষ্ট দিয়েছি তোমাদের আর কষ্ট দিতে পারব না। ইুব মা আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। শুধু আমি দায়ী। ইতি- তোমার অভিশপ্ত মেয়ে তিথী।’

এভাবেই একটি চিরকুট লিখে বুধবার দুপুর ১টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া গঙ্গারামপুর গ্রামের ভাড়া বাসায় এক কলেজছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

ওই কলেজ ছাত্রীর নাম তিথী (১৭)। তার পিতার নাম উত্তম কুমার ওরফে আকাশ। সে নারুয়া মুনছুর আলী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

ওই কলেজ ছাত্রীর পিতা উত্তম ওরফে আকাশ জানান, কাউকে কিছু না জানিয়েই ও বাড়ীতে কোন প্রকার রাগারাগি ছাড়াই বুধবার দুপুর ১টার দিকে একটি চিরকুট লিখে রেখে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দ্রুত তাকে নামানো হয়। নামানোর আগেই তিথী মারা যায়। থানা পুলিশকে খবর দেয়া হয়েছে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১১ এপ্রিল

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)