নিজের উপর অসন্তুষ্ট তাসকিন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১২:৫১ এএম, ২৩ এপ্রিল ২০১৮

তাসকিন আহমেদ
অনলাইন ডেস্কঃ ক’দিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ। গত বছরের বাজে পারফরম্যান্সের কারণেই বাদ পড়তে হয় তাকে। স্বাভাবিকভাবেই হতাশ হওয়ার কথা ২৩ বছর বয়সী এই ফাস্ট বোলারের। তবে এসব নিয়ে না ভেবে নিজেকে নিয়েই ভাবছেন তিনি। খুব দ্রুত ইনজুরি থেকে সেরে সম্পূর্ণ ফিট হয়েই জাতীয় দলের ক্যাম্পে

থাকতে চান এ যুবা।

বেশ কিছুদিন থেকেই পিঠের ব্যথায় ভুগছেন তাসকিন। যার প্রভাব তার পারফরম্যান্সেও পড়েছে। তাই প্রিমিয়ার লিগ শেষেই রিহ্যাবে নেমে পড়েছেন তিনি। চুক্তির বিষয় মাথা থেকে ঝেড়ে ফেলে নিজের ফিটনেস নিয়েই ভাবছেন এ পেসার, ‘আসলে যা হয়ে গেছে, যা চলে গেছে, চলে গেছে। ওটা নিয়া আসলে ভেবে লাভ নেই। কি কি ভুল ছিল, কি কি শোধরানো যেত ওইগুলো নিয়ে চিন্তা করছি। সিনিয়রদের সঙ্গে কথা বলছি, সব মিলিয়ে চিন্তা করলাম ফিটনেস আরও বাড়াতে হবে।’

আগামী মাসের ১৩ তারিখ থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে ফিটনেস ঠিক করার জন্য তাই তিন সপ্তাহ সময় পাচ্ছেন তাসকিন। আপাতত এটাকেই মূল লক্ষ্য হিসেবে নিয়েছেন তিনি, ‘নিজেকে আরও ফিট করতে হবে। যেহেতু আমার একটা ইনজুরি আছে। আমি যদি শতভাগ ফিট থাকি তাহলে এই জিনিসগুলোর ওপর কাজ করতে পারব। সামনে যে ক্যাম্পগুলো আছে তার আগেই নিজেকে আরও উন্নত করে ক্যাম্পে ঢুকতে চাই।’

গত বছরটা খুব একটা ভালো যায়নি তাসকিনের। বল হাতে প্রায় ম্যাচেই ছিলেন ছন্নছাড়া। বেদম পিটুনি খেয়েছেন। সবচেয়ে বড় কথা লাইন লেংথ বজায় রেখে বল করতে পারেননি তিনি। জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন। শেষে সিরিজে জায়গা ফিরে পেলেও নিজেকে প্রমাণ করা হয়নি তার। তাই নিজের প্রতি অসন্তুষ্ট তাসকিন, ‘আমার পারফরম্যান্সে আমি অবশ্যই সন্তুষ্ট না। আমি জানি আমি আরও ভালো বোলার, আগেও প্রমাণ করেছি। যে কটা সিরিজ হয়েছে খারাপ খেলেছি। সামনের সুযোগ পেলে ভালো খেলার চেষ্টা করব।
এ এম বি । পাথরঘাটা নিউজ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)