চার দিনে ১৪ লাখ ‘মেসি বনাম নেইমার

মুনা জাহান
মুনা জাহান, বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ১২ জুন ২০১৮

ফুটবল বিশ্বকাপ
ফুটবল বিশ্বকাপ মানেই বাড়তি উন্মাদনা। এই উন্মাদনার রেশ ফুটবল মাঠের চৌহদ্দি পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বের সব দেশের মানুষের মধ্যে। শোবিজ দুনিয়াও ফুটবল জ্বরে আক্রান্ত। আর সেই বিশ্বকাপ উত্তাপে বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা একটি বড় অনুসঙ্গ। সেই অনুসঙ্গের দায় মেটাতে তরুণ যুগল নির্মাতা নয়ন-মিলটন নির্মাণ করেছেন ‘মেসি বনাম নেইমার’ নাটক।

সম্প্রতি সৃষ্টি মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে হাস্যরসাত্মক এ নাটকটি। মুক্তির পরপরই ইউটিউবে ভাইরাল হয় এটি। মুক্তির ৪ দিনের মাথায় নাটকটি দেখা হয়েছে প্রায় ১৪ লাখবার। দর্শকদের মন কাড়তে সক্ষম হওয়ায় খুশি নাটকটির সঙ্গে সংশ্লিষ্ট সবাই।

যুগল নির্মাতা নয়ন-মিলটন বলেন, ‘বিশ্বকাপের ফুটবল ঘিরে আমাদের যে উন্মাদনা তৈরি হয়, হাস্যরস, আর মজায় সেসব বিষয় ফুটিয়ে তোলা হয়েছে নাটকটিতে। আর এ কারণেই নাটকটি দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছে।’

রম্য ঘরানার এই নাটকটির রচয়িতা রুহুল আমিন পথিক। নাটকটিতে অভিনয় করেছেন আ খ ম হাসান, নয়ন বাবু, ফারজানা রিক্তা, অন্তরা, শিখা মৌ, হারুন, সঞ্জীব ও রোজারিওসহ অনেকে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)