জৈন্তাপুরে মাদরাসা ছাত্রের খুনিদের দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে:পীর সাহেব চরমোনাই

আবু জর রফি
আবু জর রফি, সাব-এডিটর
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ২ মার্চ ২০১৮ | আপডেট: ০৬:৩২ পিএম, ২ মার্চ ২০১৮

fajlul haq
গত ২৫ ফেব্রæয়ারি সিl দ্রুত শাস্তির দাবী জানিয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর, মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
আজ এক বিবৃতিতে তিনি বলেন, ওয়াজ মাহফিলের মতো একটি দ্বীনি মজলিশে কওমী ওলামায়ে কেরামের উপর হামলা এবং একজন ছাত্রকে হত্যা কোন সাধারণ ঘটনা নয়, এখানে ইসলামবিরোধী কোন অপশক্তির ইন্ধন আছে কিনা খুঁজে বের করতে হবে। হযরত শাহজালাল রহ. এর স্মৃতি ও সোহবতে ধন্য সিলেট অঞ্চলে আলেম-ওলামাদের বিরুদ্ধে এটি কাদের উস্কানী তারও তদন্ত হতে হবে। পীর সাহেব চরমোনাই বলেন, হামলাকারী এবং খুনী যেই হোক না কেন তাদের খুঁজে বের করা প্রশাসনের দায়িত্ব। ঘটনার ৩দিন পেরিয়ে গেলেও প্রশাসনের তৎপরতা মোটেও সন্তোষজনক নয় উল্লেখ করে তিনি বলেন, প্রভাবশালী কারো ইঙ্গিতে হামলাকারী সন্ত্রাসীদের বাঁচানোর চেষ্টা করা হলে তৌহিদী জনতা তা কখনই মেনে নিবে না। তিনি অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির আওতায় আনা এবং নিহতের পরিবারকে উপযুক্ত পরিমাণ আর্থিক অনুদান দেয়ার জন্য সরকারের প্রতি দাবী জানান

পাথরঘাটা নিউজ/এজেআর/২ মার্চ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)