খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা আজ

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১০:২১ এএম, ৩ মার্চ ২০১৮

---অনলাইন ডেস্কঃ
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এক দিনের সফরে আজ শনিবার (৩ মার্চ) খুলনায় আসছেন। জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি ভাষণ দেবেন।

দ্বিতীয় দফা সরকার গঠনের পর শেষ মুহূর্তে তার এ সফর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অবহেলিত মানুষের কাছে ব্যাপক গুরুত্ব বহন করছে। উন্নয়নের পাশাপাশি প্রত্যাশা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন দাবি করা হচ্ছে নাগরিক সমাজসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের পক্ষ থেকে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বেলা ১১টায় খালিশপুরের ঈদগাহ ময়দানে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। বিকাল ৩টায় খুলনা সার্কিট হাউস মাঠে ৪৭টি প্রকল্পের উদ্বোধন ও ৫২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

সারা নগরীতে তাকে স্বাগত জানিয়ে তোরণ নির্মাণ করা হয়েছে। কেসিসি, ওয়াসা ও সড়ক বিভাগসহ বিভিন্ন সংস্থা শেষ মুহূর্তে ভাঙাচোড়া আর খানাখন্দ সড়ক মেরামতে নেমেছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর জনসভাস্থলে ১১০ ফুট নৌকামঞ্চ নির্মাণ করা হয়েছে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩ মার্চ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)