ইন্টারনেটের মূল্য কমাতে পাঁচটি পদক্ষেপ গ্রহণ করুন

আবু জর রফি
আবু জর রফি, সাব-এডিটর
প্রকাশিত: ১১:৩৯ এএম, ৫ মার্চ ২০১৮

internet
পাথরঘাটা নিউজ ডেস্কঃ
সম্প্রতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন মোস্তাফা জব্বার। মন্ত্রিত্ব গ্রহণ করার পরেই তিনি ইন্টারনেটের মূল্য কমানোর ব্যাপারে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। এই নিয়ে আইসিটি খাতে নানান আলোচনা হচ্ছে। আদৌ এটার বাস্তবায়ন সম্ভব কিনা সেটা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন।
তবে খাতসংশ্লিষ্ট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এবং অ্যামবার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী আমিনুল হাকিম ইন্টারনেটের মূল্য কমানোর জন্য পাঁচটি পদক্ষেপ গ্রহণ করতে বলেছেন।
সম্প্রতি তিনি এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ইন্টারনেটের মূল্য কমাতে চান? নিম্নের ৫টি পদক্ষেপ গ্রহণ করুন।
তাঁর দেওয়া পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে- ১. ট্রিপল প্লে সার্ভিসের অনুমতি প্রদান করুন। ২. কমপক্ষে আরও ৫টি এনটিটিএন লাইসেন্স প্রদান করুন। ৩. আইটিসি এবং আইআইজি লেয়ার বিলুপ্ত করুন। ৪. অবৈধ/লাইসেন্সবিহীন আইএসপি বন্ধ করুন। ৫. নেটওয়ার্ক একটিভ শেয়ারিং এর অনুমতি প্রদান করুন।
পাথরঘাটা নিউজ/এজেআর/৫ মার্চ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)