নতুন চ্যানেলেও বিজ্ঞাপন দেখাবে ইউটিউব!

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১২:৫৪ পিএম, ২৩ নভেম্বর ২০২০

ছবিঃ সংগ্রহীতশর্ত দিয়ে নতুন চ্যানেলেও বিজ্ঞাপন দেখানোর কথা জানিয়েছে ইউটিউব। নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে সব ভিডিওতে বিজ্ঞাপন দেখাবে গুগল। তবে চ্যানেল মনিটাইজেশন না থাকলে সেই বিজ্ঞাপনের কোনো অর্থই পাবেন না কনটেন্ট ক্রিয়েটররা।  

ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে এ নীতিমালা চালু করা হয়েছে।

তবে বিশ্বব্যাপী রাইট টু মনিটাইজেশন চালু হতে সময় লাগতে পারে ২০২১ সাল পর্যন্ত।  

এর আগে বিজ্ঞাপন পেতে হলে ইউটিউবের কিছু শর্ত মেনে সদস্য হতে হতো ইউটিউব পার্টনার প্রোগ্রাম ‘ওয়াইপিপি’র। এক হাজারেরও বেশি অনুসারী থাকা ও শেষ ১২ মাসে ৪ হাজার ঘণ্টা ভিউ থাকা অন্যতম শর্ত ছিল।  

নতুন নীতিমালা অনুযায়ী, ইউটিউবের ওয়াইপিপিতে নেই এমন চ্যানেলের ভিডিওতেও বিজ্ঞাপন দেয়া হবে। তবে ওয়াইপিপিতে না থাকার কারণে বিজ্ঞাপন থাকা সত্ত্বেও আয় থেকে বঞ্চিত হবে নির্মাতারা।(সূত্রঃ বিডি-প্রতিদিন)

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)