পাপুয়া নিউগিনি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১২:৪৫ পিএম, ৫ মার্চ ২০১৮

প্রতিকী ছবিঅনলাইন ডেস্কঃ
পাপুয়া নিউ গিনির পগেরা ১১১ কিলোমিটার দক্ষিণপশ্চিমাঞ্চলে আজ সোমবার (৫ মার্চ) একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ০। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা আজ সকালে জানায়।

খবরে বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি এ এলাকায় রিখটার স্কেলে ৭ দশমিক ৫ তীব্রতার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর এ ভূমিকম্প আঘাত হানলো। এরপর সেখানে আরো কয়েকদফা ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হয়।

রেডক্রস জানায়, ওই এলাকায় প্রধান কোনো শহর না থাকলেও ভূমিকম্পের উৎপত্ত্বিস্থলের ১শ’ কিলোমিটারের প্রায় ৬ লাখ ৭০ হাজারের বেশী লোকের বসবাস রয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৫ মার্চ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)