সংরক্ষিত আসনে ‍আ’লীগের ফরম কিনলেন ভাইস-চেয়ারম্যান ফাতিমা পারভিন

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৯ এএম, ১৬ জানুয়ারী ২০১৯ | আপডেট: ০৩:২৮ এএম, ১৬ জানুয়ারী ২০১৯

ফাতিমা পারভিন
সংরক্ষিত নারী আসনের জন্য ফরম কিনলেন পাথরঘাটা উপজেলার কৃতিসন্তান, পাথরঘাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভিন। মঙ্গলবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পরবর্তীতে মনোনয়ন পত্র সংগ্রহ করেন ফাতিমা পারভিন। পাথরঘাটা পৌর এলাকায় জন্ম নেওয়া সমাজ সেবিকা, ও নারী উন্নয়ন কর্মী ফাতিমা পারভিন দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে বহু অসহায় মানুষের সাহায্যে নিজেকে সমর্পন করেছেন। তিনি বর্তমানে আওয়ামী লীগের সক্রিয় সদস্য।

ছাত্র লীগের রাজনীতি থেকে উঠে আসা ফাতিমা পারভিন জীবনে তিনি বহু সংগ্রাম পাড়ি দিয়ে এ পর্যন্ত এসেছেন। রাজনৈতিক জীবনে বহু মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছেন বলে জানান উপজেলা আওয়ামী লীগের একাদিক নেতৃবৃন্দ।

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এই মানুষটি সমাজ সেবায় নিজেকে বিলিয়ে দিতেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতেই ফরম সংগ্রহ করেছেন বলে জানান ফাতিমা পারভিন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)