ঘূর্ণিঝড় ফণী পাথরঘাটায় নিহতের পরিবারকে অর্থ সহায়তা দেয়া হবে

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ৪ মে ২০১৯

ঘূর্ণিঝড় ফণীর আগাতে ক্ষতিগ্রস্থ একটি বাড়ীবরগুনার পাথরঘাটয় ঘূর্ণিঝড় ‘ফণী’র আঘাতে দাদী-নাতীসহ দুই জন নিহত হয়েছেন। তাদের পরিবারকে তাৎক্ষণিক অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানান পাথরঘাটা উপজেলা সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন।

শনিবার (৪ মে) বিকেল ৬টার দিকে তিনি পাথরঘাটা নিউজকে জানান, শুক্রবার (৩ মে) রাতে ঝড়ে পাথরঘাটা উপজেলা চরদুয়ানী ইউনিয়নের বাধাঘাটা গ্রামে ঘর চাপায় দাদী ও নাতী নিহত হয়েছেন।
ঘূর্ণিঝড় ফণীর আগাতে ক্ষতিগ্রস্থ একটি বাড়ী
পাথরঘাটা উপজেলা সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বরগুনা জেলা প্রশাসক আগামী কাল ক্ষতিগ্রস্থদের জন্য ত্রান সামগ্রী প্রেরন করবেন। এবং নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন বরগুনা জেলা প্রশাসক কবির মাহমুদ।
ঘূর্ণিঝড় ফণীর আগাতে পাথরঘাটায় ক্ষতিগ্রস্থ একটি বাড়ী
তিনি আরো জানান, পাথরঘাটা উপজেলায় এখন পর্যন্ত সম্পূর্ণ ক্ষতিগ্রস্থের সংখ্যা ৮৩ পরিবার ও আংশিক ক্ষতিগ্রস্থ্যের সংখ্যা ১ হাজারের খবর পাওয়া গেছে। এই ক্ষতি গ্রস্থ্যের সংখ্যা বরতে পারে বলেও জানান তিনি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)