পাথরঘাটায় ১ লাখ ৬০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ২৮ আগস্ট ২০১৯ | আপডেট: ০৬:১৭ পিএম, ২৮ আগস্ট ২০১৯

অবৈধ জালবরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড অভিযান চালিয়ে বিষখালী নদী থেকে ১ লাখ ৬০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এসময় কাউকে আটক করা সম্বব হয়নি।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানে এগুলো জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মো. হুমায়ুন কবিরের নির্দেশে সন্ধার পরে এ জালগুলো পুড়ে ফেলা হয়।

কোস্টগার্ডের পাথরঘাটা ষ্টেশনের সিনিয়র চিফ পেটি অফিসার মো. শাহজালাল জানান, কোস্টগার্ডের নিয়মিত অভিযানের সময় বিষখালী নদীর কালমেঘা থেকে কাকচিড়া পর্যন্ত অভিযান চালিয়ে এ জালগুলো জব্দ করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পুড়ে ফেলা হয়।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)