মঠবাড়িয়ায় পুলিশের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত

জাফর ইকবাল
জাফর ইকবাল, সিনিয়র রিপোর্টার
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৯

পুলিশের উদ্যোগে মাছের পোনা অবমুক্তপিরোজপুরের মঠবাড়িয়ায় বলেশ্বর নদের মোহনায় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) দেশি প্রজাতির মাছের বংশবিস্তারের লক্ষে থানা পুলিশের উদ্যোগে রুই, কাতল, মৃগেলসহ বিভিন্ন প্রকারের দেশীয় প্রজাতীর মাছের পোনা অবমুক্ত করা হয়।

উপকূলীয় নদ নদী ও খালে মৎস্য বৃদ্ধির লক্ষে বলেশ্বর নদের বড়মাছুয়া মোহনায় প্রায় ২৫ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়। মঠবাড়িয়া থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ এ মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন।

অবমুক্তকরণ অনুষ্ঠানে স্থানীয় বড়মাছুয়া ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন হাওলাদার, ইউপি সদস্য কাইয়ুম, মৎস্য ব্যবসায়ী ফারুক তালুকদার, থানার উপপরিদর্শক রেজাউল করিম রাজিবসহ স্থানীয় জেলেরা উপস্থিত ছিলেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)