পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ১

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ৩১ অক্টোবর ২০১৯

সড়ক দুর্ঘটনায় ছগির গুরুতর আহতবরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় ছগির (৪০) গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরন করেন।

বৃহস্পতিবার (৩১ আক্টাবর) বিকেল ৪টার দিকে পাথরঘাটা বিআরটিসি বাস কাউন্টারের সামনে এঘটনা ঘটে।

আহত ছগির পাথরঘাটা পৌরশহরের ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল জব্বারের ছেলে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, বিকেলে ছগির তার বরিশাল এক্সপ্রেস বাসের কাউন্টারের সামনে এসে দাড়ায়। এসময় হঠাত করে তালতলা থেকে একটি মটরসাইকেল বেপরোয়া ভাবে চালিয়ে এসে তার উপরে উঠিয়ে দিলে সেখানেই তিনি পরে গিয় ডান পায়ে গুরুতর আঘাত পায়। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল স্থানান্তর করেন।

পাথরঘাটা স্বাস্থ্যকমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক নিতাই জানান, দুর্ঘটনায় পড়ার সাথে সাথেই স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসায় হয়েছে। তার ডান পায়ের হাড় ভেঙ্গে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরন করা হয়েছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)