ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুকে দুদকের কাছে হস্তান্তর

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ৪ এপ্রিল ২০২০


বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নে জেলেদের ভিজিএফ চাল বিতরণে ব্যপক অনিয়মের ঘটনায় আটক চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুকে দুদকের কাছে হস্তান্তর করেছে পাথরঘাটা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইদ আহমেদ।

এর আগে কাকচিড়া ইউনিয়ন পরিষদের নিজ কার্যালয় থেকে বেলা সাড়ে এগারোটায় আটক করে পাথরঘাটা থানায় সোপর্দ বরগুনা ডিবি পুলিশ। এসময় নৌবাহিনীর টহল টিম উপস্থিত ছিলেন।

পাথরঘাটার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা কতৃক ত্রাণ আত্মসাতের লিখিত অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়।

পাথরঘাটা থানা পুলিশ সুত্রে জানা যায়, আলাউদ্দিন পল্টুর বিরুদ্ধে আনিত অভিযোগ গুলো দুর্নীতির সামিল। একারণে পাথরঘাটা থানা থেকে মামলা দুর্নীতি দমন কমিশনে হস্তান্তর করে তাকে দুদকের হাতে দেয়া হয়েছে। সেখান থেকে আইনি প্রক্রিয়ায় জেলহাজতে পাঠানো হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)