পাথরঘাটায় কঠোর অবস্থানে পুলিশ

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০২:৪০ পিএম, ৭ এপ্রিল ২০২০

ছবিঃ পাথরঘাটা নিউজপ্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার কঠোর অবস্থানে নেমেছে পাথরঘাটা থানা পুলিশ। বিষয়টি পাথরঘাটা অতিরিক্ত পুলিশ সুপার আশরাফ উল্যাহ তাহের নিশ্চিৎ করেছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে উপজেলা বিলিন্ন স্থানে এই চিত্র দেখা গেছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে নেয়া হচ্ছে আইনগত ব্যবস্থা।

এতোদিন সাধারণ মানুষকে ঘর থেকে বের না হয়ে করোনা বিস্থার রোধে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য নানামুখি প্রচারণা চালিয়ে আসলেও আজ থেকে পাথরঘাটা গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে চেকপোস্ট বসিয়ে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর হওয়ায় পাথরঘাটা বাজারে সাধারণ মানুষের উপস্থিতিও কমে এসেছে।

পাথরঘাটা অতিরিক্ত পুলিশ সুপার আশরাফ উল্যাহ তাহের বলেন, করোনা বিস্থার রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকা যানবাহনগুলো সড়কে চলতে দেয়া হচ্ছে। করোনা মোকাবিলায় পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত যানবাহন নিয়ন্ত্রণে কঠোরভাবে কাজ করবে পুলিশ।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)