পাথরঘাটায় আবারো করোনা রোগী শনাক্ত

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৯:০২ পিএম, ৪ জুন ২০২০

ছবিঃ সংগ্রহীতবরগুনার পাথরঘাটায় আবারো এক ব্যাক্তির করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সিভিল সার্জন ডা: হুমায়ন শাহীন খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বরগুনা জেলায় নতুন আক্রান্তর মধ্যে ডিএসবির একজন সদস্য, সদর উপজেলার একজন স্বাস্থ্য কর্মী, জেলা প্রশাসক অফিসের মেশিন অপারেটর ও তার স্ত্রী, সদর উপজেলার কেওড়াবুনিয়া গ্রামের একজন, আমতলী পৌরসভার ৭ নং ওয়ার্ডের ২ জন, আমতলী সদর ইউনিয়নের চলাভাঙ্গা গ্রামের একজন ও পাথরঘাটার কাকচিড়ার এক গৃহবধূ রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৭ জনে।

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা: হুমায়ুন শাহিন খান বলেন, বরগুনা জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত ৭৭ জন। এদের মধ্যে মোট সুস্থ ৪৪ জন। আরো নতুন করে এএসআইসহ ৮ জন আক্রান্ত হয়েছেন। তাদের সংস্পর্শে যারা আসছে তাদের খোঁজ খবর নিয়ে তাদেরও নমুনা সংগ্রহ করা হবে বলেও তিনি জানান।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)