টি ২০ র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি ১৪ ধাপ এগোলেন মুশফিক

আবু জর রফি
আবু জর রফি, সাব-এডিটর
প্রকাশিত: ০১:০৬ পিএম, ২০ মার্চ ২০১৮

মুশফিকুর রহিম
পাথরঘাটা নিউজ ডেস্কঃ
নিদাহাস ট্রফির ফাইনাল শেষে টি ২০ র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। ভারতের বিপক্ষে শেষ বলের ছক্কায় শিরোপা বঞ্চিত হয় বাংলাদেশ। চ্যাম্পিয়ন হতে না পারলেও ত্রিদেশীয় টি ২০ সিরিজ থেকে প্রাপ্তি কম নয়। দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিম (১৯৯) ১৪ ধাপ এগিয়ে ৪৭তম অবস্থানে উঠে এসেছেন।

২০৪ রান করা শ্রীলংকার কুশল পেরেরা ২০ ধাপ উন্নতিতে ২০তম পজিশনে। কলম্বোর প্রেমাদাসায় ফাইনালে ৭৭ রানের ইনিংস খেলা সাব্বির রহমান টি ২০ ব্যাটিং র‌্যাংকিংয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন। ১৮ নম্বরে রয়েছেন তিনি। ৩১-এ সৌম্য সরকার। তামিম ইকবাল ৪০, মাহমুদউল্লাহ রিয়াদ ৪২, সাকিব আল হাসান ৪৫তম স্থানে। বোলারদের মধ্যে রুবেল হোসেন ৪০ ধাপ এগিয়ে ৪২ নম্বরে নাম লিখিয়েছেন।

রুবেলের সমান সাত উইকেট নিলেও এক ধাপ পিছিয়ে আটে নেমে গেছেন মোস্তাফিজুর রহমান। বোলিং তালিকার ১৩-তে সাকিব। অলরাউন্ডার টেবিলে আরও এক ধাপ পিছিয়েছেন সাকিব। তিনে নেমে গেছেন টেস্ট ও ওয়ানডের ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অলরাউন্ডার। মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে যৌথভাবে ছয়ে শ্রীলংকান তারকা থিসারা পেরেরা।

১২ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন ভারতীয় লেগ-স্পিনার চাহাল। ১৫১ ধাপ টপকে ৩১তম পজিশন দখল করেছেন ওয়াশিংটন সুন্দর। ভারতকে শিরোপা জেতাতে এ দু’জনের ভূমিকা ছিল। সিরিজে দু’জনই নিয়েছেন সর্বোচ্চ আটটি করে উইকেট। সাতটি নেয়া পেসার জয়দেব উনাদকাত ২৬ ধাপ এগিয়ে ৫২ নম্বরে।

ব্যাটিংয়ে ওপেনার শিখর ধাওয়ান ক্যারিয়ারসেরা ১৭তম স্থানে। এগিয়েছেন ১১ ধাপ। সিরিজে তার ব্যাট থেকে আসে ১৯৮। ১৭৩ রান করা রোহিত শর্মা ১৩তম অবস্থানে। ব্যাটিং তালিকায় শীর্ষে নিউজিল্যান্ডের কলিন মানরো। শীর্ষ বোলার আফগানিস্তানের স্পিনার রশিদ খান। সেরা অলরাউন্ডার অস্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েল। টিম র‌্যাংকিংয়ে অস্ট্রেলিয়ার সমান ১২৬ রেটিং পয়েন্ট হলেও পয়েন্টের ভগ্নাংশ হিসাবে এগিয়ে থাকায় শীর্ষে পাকিস্তান। ভারতের অবস্থান তৃতীয়। আটে শ্রীলংকা ও ১০ নম্বরে বাংলাদেশ।
টি ২০-র সেরা দশ টিম

পাকিস্তান, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, আফগানিস্তান, বাংলাদেশ

সেরা পাঁচ ব্যাটসম্যান

কলিন মানরো, গ্লেন ম্যাক্সওয়েল, বাবর আজম, অ্যারন ফিঞ্চ ও মার্টিন গাপটিল।

সেরা পাঁচ বোলার

রশিদ খান, যুজবেন্দ্র চাহাল, ইশ সোধি স্যামুয়েল বদ্রি ও ইমাদ ওয়াসিম।

সেরা পাঁচ অলরাউন্ডার

গ্লেন ম্যাক্সওয়েল, মোহাম্মদ নবী
সাকিব আল হাসান, মারলন
স্যামুয়েলস ও জেপি ডুমিনি।
পাথরঘাটা নিউজ/এজেআর/২০ মার্চ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)