পাথরঘাটার পদ্মা এলাকার বেড়িবাঁধ পরিদর্শন করলেন বরগুনা জেলা প্রশাসক

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ২৪ আগস্ট ২০২০

ছবিঃ পাথরঘাটা নিউজবরগুনার পাথরঘায় বেড়িবাঁধ ভেঙ্গে পানি ঢুকে ক্ষতিগ্রস্থ্য এলাকার বাঁধ পরিদর্শন করেন বরগুনা জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ। এসময় তিনি ওই এলাকার মানুষের সুখ-দুঃখের কথা শোনেন।  

সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে তিনি পদ্মা বাঁধ এলাকা পরিদর্শন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হুমায়ুন কবির, পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যার ফাতিমা পারভীন সোহাগ প্রমুখ।

এসময় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, প্রায় পৌনে তিন কিলোমিটার তিগ্রস্ত বাঁধ মেরামতের জন্য ইতোমধ্যেই উদ্ধর্তন কর্তপদের নিকট প্রস্তাব পাঠানো হয়েছে।

বাঁধ মেরামতের কাজে অনিয়ম ও প্রশাসনের তদারকি কম এ বিষয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোম্তাইন বিল্লাহ বলেন, বাঁধ মেরামতের কাজে কোন রকমের দুর্ণীতি, অনিয়ম এবং অবহেলা করলে ছার দেয়ার কোন সুযোগ নেই। মানুষের জীবন নিয়ে তামাশা করা চরম অন্যায়।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)