মঠবাড়িয়ায় সমিতির দুই কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৮:২৫ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২০

ছবিঃ সংগ্রহীতমঠবাড়িয়া প্রতিনিধিঃ
মঠবাড়িয়ায় প্রাইম সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি এবং প্রাইম সোস্যাল অর্গানাইজেশনের শীর্ষ দুই কর্মকর্তার বিরুদ্ধে প্রায় ১ কোটি ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

সমিতির ব্যবস্থাপনা পরিচালক ও সভাপতি নাসির উদ্দিন শুক্রবার সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

এর আগে বৃহস্পতিবার অর্থ আত্মসাতের অভিযোগে সমিতির সম্পাদক পরিচালক ইয়াছিন ও ক্যাশিয়ার আল আমিনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রি করেছেন।

লিখিত বক্তব্যে নাসির উদ্দিন বলেন, ২০১২ সালে সংগঠন দুটি সঞ্চয় ও ক্ষুদ্র ঋণদান কার্যক্রম শুরু করে। ব্যক্তিগত ও সামাজিক কারণে তিনি অফিসের বাইরে থাকার সুযোগে ওই দুই কর্মকর্তা মাঠ থেকে টাকা উত্তোলন করে কিছু টাকা ব্যাংকে জমা দিয়ে বাকি টাকা আত্মসাৎ করেন। যার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৪ লাখ টাকা।

সমিতির সম্পাদক ইয়াছিন জানান, অসুস্থ বাবাকে নিয়ে তিনি হাসপাতালে আছেন। ফলে এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।

এছাড়া ক্যাশিয়ার আল আমিনের ফোন বন্ধ পাওয়া যায়।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)