মঠবাড়িয়ায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ৩১ অক্টোবর ২০২০

ছবিঃ পাথরঘাটা নিউজমঠবাড়িয়া প্রতিনিধি :
“পুলিশই জনতা –জনতাই পুলিশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় কমিউনিটি পুলিশিং সভা আজ শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক।

৫ বছর বর্ষপুর্তি উপলক্ষে মঠবাড়িয়া থানা চত্ত্বরে ওসি মাসুদুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্য দের মধ্যে আরও বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশিং মঠবাড়িয়া উপজেলা সভাপতি ও পিরোজপুর জেলা আ‘লীগ সহ-সভাপতি আলহাজ্ব একেএম সেলিম মিয়া, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজিম-উল হক, পৌর আ‘লীগ সাধারণ সম্পাদক পরিতোষ বোপরী, সহ-সভপতি মো. হেমায়েত উদ্দিন, সহকারি অধ্যক্ষ আবদুস সালাম, প্রেসক্লাব সভাপতি মো. জাহিদ উদ্দিন পলাশ, সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক মজিবর রহমান, মিজানুর রহমান মিজু, হারুন আর রশিদ, ইসমাইল হোসেন হাওলাদার, শাহাদাৎ হোসেন বাবু প্রমূখ।

বক্তারা বলেন, পুলিশ জনতা দীর্ঘ দিন ধরে এক হলে কাজ করার ফলে অপরাধ প্রবণতা অনেক কমে গেছে। এ ধারা অব্যহত রাখলে ও আরো জোরদার করলে সমাজ থেকে সকল প্রকার অপরাধ শ্যূণ্যের কোঠায় আনা সম্ভব হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)