অতিরিক্ত ঠান্ডা ও কুয়াশার কারণে উদ্ধার অভিযান বন্ধ

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৫ পিএম, ৯ ডিসেম্বর ২০২০

অতিরিক্ত ঠান্ডা ও কুয়াশার কারণে উদ্ধার অভিযান বন্ধ

বরগুনার পাথরঘাটায় তালুকদার চরদুয়ানীতে নিখোঁজ হওয়া যুবকের উদ্ধার কার্যক্রম অতিরিক্ত ঠান্ডা ও কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে। এ কারণে উদ্ধার অভিযান আপাতত বন্ধ করেছে ফায়ার সার্ভিস ডুবুরি দল।

ফায়ার সার্ভিসের ডুবুরি রওশন আলী জানান ঠান্ডা এবং কুয়াশায় উদ্ধার অভিযানে তাদের বেগ পেতে হচ্ছে। যার জন্য দিনের আলোতে আগামীকাল সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু হবে।

উদ্ধার কাজে নেতৃত্ব দেয়া পাথরঘাটা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো: শাহাদাত হোসেন জানান আমরা সংবাদ পেয়েই ঘটনাস্থল এসে প্রাথমিক উদ্ধার অভিযান শুরু করেছি। তবে পাথরঘাটায় ডুবুরি দল না থাকায় বরিশাল থেকে ডুবুরি এনে পানিতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। আলোর স্বল্পতা, শীত এবং কুয়াশার কারণে অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে। সকাল থেকে আবার পুনরায় অভিযান শুরু হবে বলে জানান তিনি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)