দুঃখ ও অস্থিরতার সময় রাসুল ( সাঃ ) এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৩:২৯ এএম, ২৩ মার্চ ২০১৮

মদিনা
অনলাইন ডেস্কঃ মানুষের দুঃখ, কষ্ট, পেরেশানি, চিন্তা ও অস্থিরতা কারোরই কাম্য নয়। হাসি-কান্না, আনন্দ-ব্যথা, সুখ-দুঃখ, কষ্ট, চিন্তা ও অস্থিরতায় গড়া মানুষের এ জীবন। তাই তো জীবনে চলার পথে মানুষ কখনো কখনো প্রচণ্ড রকম হতাশায় পড়ে।

এমন পরিস্থিতিতে ধর্য্য ধারণ করায় হচ্ছে সবচেয়ে বড় ইবাদাত। আমাদের প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ প্রসঙ্গে বলেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত
তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোনো দুঃখ-কষ্ট বা চিন্তা ও অস্থিরতা পড়তেন তখন বলতেন- يَا حَيُّ يَا قَيُّوْمُ بِرَحْمَتِكَ أَسْتَغِيْثُ উচ্চারণ : ইয়া- হাইয়ু ইয়া- ক্বাইয়ূ-মু বিরাহমাতিকা আস্তাগিছ। অর্থ : ‘হে চিরঞ্জীব! হে চিরস্থায়ী! আপনার রহমতের মাধ্যমে আপনার নিকটে সাহায্য চাই।’ (তিরমিজি, মুসতাদরেকে হাকেম, মিশকাত)
এ এম বি / পাথরঘাটা নিউজ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)