পাথরঘাটায় দেয়াল ধসে স্কুল ছাত্রীর মৃত্যুর অভিযোগ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৮:৩৯ এএম, ১০ ফেব্রুয়ারী ২০২১

ছবিঃ পাথরঘাটা নিউজবরগুনার পাথরঘাটায় বাড়ির দেয়াল ধসে লামিয়া (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে স্বাস্থ্য কমপ্লেক্স বলছে ইসিজি করতে বলায় তারা দ্রুত মরদেহ নিয়ে বাড়ি চলে যায় তারা।

আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সন্ধা ৬টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিন জ্ঞানপাড়া এলাকায় এঘটনা ঘটে।

লামিয়া একই এলাকার মো. খোকন গোমস্তার মেয়ে।

এদিকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানান গেছে, নিহত লামিয়াকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আনেক আগেই তার মৃত্যু হয়ে।

প্রতিবেশী হিরু মিয়া জানান, সন্ধার সময় তার ছোট ভাই আলিফ এর সাথে খেলতে গিয়ে হঠাৎ দেয়াল ধসে তার গায়ের উপর পরে আহত হয়। এ সময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্লাবনী তালুকদার লামিয়ার মৃত্যু ঘোষণা করেন।

পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার মো. খালিদ মাহমুদ আরিফ জানান, লামিয়াকে নিয়ে আসার অনেক আগেই তার মৃত্যু হয়েছে। যদি ৬টার সময় তার মৃত্যু হয় তবে এত দ্রুত মরদেহের শরীরের পরিবর্ত সম্বব নয়। তাদেরকে ইসিজি করার জন্য বলা হলেও তা না করে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ নিয়ে দ্রুত চলে যায়।

পথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন জানান, এরকম ঘটনার কথা আমাদের জানা নেই। খোঁজ খবর নিয়ে দেখছি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)