পাথরঘাটায় ৫ কেজি গাঁজাসহ যুবক আটক
৫ কেজি গাঁজাসহ নাসির উদ্দিন (২৭) নামের এক যুবককে বরগুনার পাথরঘাটা থেকে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে পাথরঘাটা পৌরশহরের মেয়র আনোয়ার হোসেন আকন এর বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক নাসির উদ্দিন বরগুনা সদর উপজেলার গাজীমাহমুদ এলাকার মো. পনু হাওলাদারের ছেলে।
পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) শেখ শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পৌরশহরের তালতলা এলাকা থেকে মাদক নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাথরঘাটা পৌরমেয়র আনোয়ার হোসেন আকনের বাড়ির সামনে থেকে হাতে নাতে আটক করেন তারা। পরে তাকে থানায় নিয়ে এসে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে আদালতে প্রেরন করা হবে।
তিনি আরো জানান, ঢাকা থেকে এই মাদক বরিশাল এক্সপ্রেস পরিবহনে পাথরঘাটায় আসে। এর সাথে আরো কেউ জরিত আছে কিনা তা খতিয়ে দেখছেন থানা পুলিশ।