মিধিলি প্রভাবে ট্রলার ডুবি, ৩ ঘন্টা পর উদ্ধার ৪, এখনো ট্রলারসহ আট জেলে নিখোঁজ

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১১:৪৭ এএম, ১৮ নভেম্বর ২০২৩

ছবিঃ সংগ্রহীতবঙ্গোপসাগরে ঘূর্নিঝড় মিধিলির প্রভাবে এফবি মায়ের দোয়া নামের একটি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় ৩ ঘন্টা ভেসে থাকার পর ৪ জেলে অন্য একটি ট্রলারের উদ্ধার হলেও এখন পর্যন্ত ৮জেলেসহ ট্রলারটি নিখোঁজ রয়েছে। নিখোঁজ ট্রলার মালিক ইউসুফ এর ভাই ইয়াকুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উদ্ধার হাওয়া জেলেরা শনিবার (১৮ নভেম্বর) সকালে পটুয়াখালীর জেলার মহিপুর ঘাটে পৌঁছেছে।

তারা হলেন, নুর জামান মুন্সি, মাসুম মিয়া, আজগর মিয়া ও রাজিব।

অপর নিখোঁজ জেলেরা হলেন, ট্রলার মালিক ইউসুফ মিয়া, আবুল কালাম, মো. জাফর মিয়া, মজিবুর রহমান, ছত্তার হাওলাদার, নাদিম, বেল্লাল ও ইয়াছিন মিয়া। তাদের সকলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়। ট্রলার ডুবে ৮ জেলে নিখোঁজের পর ওই জেলের পরিবারে চলছে আর্তনাদ।

নিখোঁজ ট্রলার মালিক ইউসুফের ভাই ইয়াকুব আলী জানান, গত মঙ্গলবার মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায় ট্রলারসহ ১২ জেলে। হঠাৎ শুক্রবার দুপুরে ঘূর্নিঝড় মিধিলির প্রভাবে ট্রলার ডুবে যায়। ৪ জেলে উদ্ধার হলেও আমার ভাইসহ ৮ জেলের এখনো নিখোঁজ রয়েছে।

ফিরে আসা জেলেদের বরাত দিয়ে ইয়াকুব আলী জানান, ঘুর্নিঝড়ের কবলে পরে ট্রলারটি, হঠাৎ ট্রলারটি ডুবে গেলে চারজন লাফ দিয়ে সাগরে পড়ে যায়। ওই চার জেলে ভাসতে ভাসতে তিনঘন্টা পর অপর একটি ট্রলারে উঠে মহিপুর ঘাটে যায়। তবে এখন পর্যন্ত ডুবে যাওয়া ট্রলার ও জেলেদের সন্ধান পাননি তারা।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ট্রলার ডুবে যাওয়া ও জেলে নিখোঁজের খবর আমাদের কাছে এসেছে।আমরা পরিবারের সাথে কথা বলেছি। নিখোঁজ জেলের খোঁজখবর নেয়ার চেস্টা চালাচ্ছি।

কোস্টগার্ড দক্ষিণ জোন পাথরঘাটা ষ্টেশন লে. সাকিব মেহেবুব জানান, জেলে নিখোঁজের খবর এখন পর্যন্ত আমাদের জানা নেই। তবে কোস্টগার্ড ঘূর্ণিঝড়ের পর থেকে চলমান আছে। তবে নিখোঁজ জেলেদের পরিবারের সাথে যোগাযোগ করছি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)