ঘুমন্ত অবস্থায় নবীজিকে যখন হত্যা করতে আসে এক শত্রু

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১০:২১ পিএম, ১৫ এপ্রিল ২০১৮ | আপডেট: ০১:১৭ এএম, ১৭ এপ্রিল ২০১৮

একটি গাছের তলায়
মহানবী (সা) একদিন একটি গাছের তলায় ঘুমিয়ে ছিলেন। এইসুযোগে দাসুর নামের একজন শত্রু তাঁরপাশে এসে দাঁড়াল। শোরগোল করেসে মহানবী (সা) কে ঘুম থেকে জাগাল।

মহানবী (সা) ঘুম ভাঙলে চোখ খুলে দেখলেন, একটা উন্মুক্ত তরবারি তাঁর উপর উদ্যত। ভয়ানক শত্রু দাসুর চিৎকার করে উঠলো, ‘এখন আপনাকে কে রক্ষা করবে?’মহানবী(সা) ধীর শান্ত কণ্ঠে বললেন,‘আল্লাহ’। শত্রু দাসুর মহানবী (সা) এর এইশান্ত গম্ভীর কণ্ঠের আল্লাহ শব্দে কেঁপে উঠল। তার কম্পমান হাত থেকেখসে পড়ল তরবারি।মহানবী (সা) তার তরবারি তুলেনিয়ে বললেন, ‘এখন তোমাকে কে রক্ষা করবে, দাসুর? সে উত্তর দিল কেই নেই রক্ষা করার।’ মহানবী (সা) বললেন,‘না, তোমাকেও আল্লাহই রক্ষা করবেন।’ এই বলে মহানবী (সা) তাঁকেতার তরবারি ফেরত দিলেন এবং চলেযেতে বললেন।বিস্মিত দাসুর তরবারি হাতে চলেযেতে গিয়েও পারল না। ফিরে এসেমহানবীর হাতে হাত রেখে পাঠকরলঃ ‘লা- ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুররাসুলুল্লাহ।’

এই আর্টিকেলটি সংগৃহিত
এ এম বি । পি এন

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)