প্রতিকূল আবহাওয়ার মধ্যেও চরদুয়ানীতে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৮ পিএম, ২২ এপ্রিল ২০১৮ | আপডেট: ০৭:৪৭ এএম, ২৩ এপ্রিল ২০১৮

চরদুয়ানী স্কুল মাঠে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান
মোহাম্মদ কাজী রাকিবঃ অপসংস্কৃতির নির্মম ছোবল যখন, সমাজে প্রতিটি স্থানে দখল করে, ধীরে ধীরে আমাদেরকে সাংস্কৃতিক গোলামীর শৃঙ্খলে আবদ্ধ করে নিচ্ছে, এবং আকাশ বাতাস

সংস্কৃতির মাধ্যমে বিজাতিয়রা, আমাদের
নিজস্ব ধর্মীয় সংস্কৃতির স্বকীয়তাকে

ভূলিয়ে দিচ্ছে, যখন আকাশ বাতাস হাহাকার করে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, ঠিক তখনই, ধর্মীয় সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজগড়ার জন্য, উপমাহাদেশের শ্রেষ্টতম ধর্মীয় শিক্ষা ও আধ্যাতিক দরবার, ছারছীনা

শরীফের হযরত পীর সাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ এর প্রতিষ্ঠিত সারাদেশে আলোড়ন সৃষ্টিকারী বাংলাদেশ বেতার রেডিও টেলিভিশন ও স্যাটেলাইট চ্যানেলের বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় রাষ্ট্রপতি কর্তৃক জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত জুলফিকার হামদ, নাত ও গজল পরিবেশক দলের কেন্দ্রীয় সদস্যগণের আগমনে চরদুয়ানী যুবসমাজ ও ছাত্র হিজবুল্লাহ’র যৌথ আয়োজনে মনোমুগ্ধকর ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দিও সফলতার সাথে চরদুয়ানী হাইস্কুল মাঠে
অনুষ্ঠিত হয়েছে।

হাফিজ উদ্দিন ফিরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক পরিচালনায় ছিলেন নুরুল হুদা রনি, মাওলানা ইদ্রিস আলী, আবুল কামাল, মাসুম মিয়া, গোলাম মাওলা মিলন, নাসির উদ্দিন ডিলার, জহির রায়হান প্রমুখ।

আগত শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন জুলফিকার হামদ নাত ও গজল পরিবেশক দল এর পরিচালক জুলফিকার আলী হিজবুল্লাহ সিনিয়র সদস্য মো আব্দুর রহমান মশিউর রহমান, আকরাম, শামীমুর রহমান ও আসাদুল্লাহ সাইফী, নুরুজ্জামান সাবের।

পাথরঘাটা নিউজ/আরবিটি/২৩ এপ্রিল

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)