শুভ্রা-অপুর ‘স্বপ্নজাল’ কানাডা-আমেরিকায়

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০১:১৪ এএম, ২৬ এপ্রিল ২০১৮

পরিমনি,র স্বপ্নজাল সিনেমা
অনলাইন ডেস্কঃ মনপুরা’খ্যাত ছবির নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম দীর্ঘদিন পর নির্মাণ করেছেন ‘স্বপ্নজাল’। যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় হালের জনপ্রিয় অভিনেত্রী পরীমনির বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। বাংলাদেশের বেঙ্গল ক্রিয়েশন্স ও ভারতের বেঙ্গল বারতা সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে। গত ৬ এপ্রিল বাংলাদেশে ও ২০ এপ্রিল কলকাতায় সিনেমাটি মুক্তি পায়। এবার বিশ্ববাজারে সিনেমাটির যাত্রা শুরু হতে যাচ্ছে।

বাংলাদেশী সিনেমার বিশ্ব পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর পরিবেশনায় ‘স্বপ্নজাল’ আগামী ২৭ এপ্রিল কানাডার বিশ্বখ্যাত চেইন ‘সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট’ এর পাঁচটি সিনেমাহলে মুক্তি পাচ্ছে। এগুলো হলো- ইয়াং-ডান্ডাস স্কয়ার, এগলিন্টন টাউন সেন্টার, সিনেমা সিটি মুভিজ ১২, সানরিজ স্পেক্ট্রাম সিনেমাস ও সিনেমা সিটি নর্থগেট। এর মধ্যে ‘সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট’ এর সবচেয়ে বড় সিনেমাহলে টরন্টোর ইয়াং-ডান্ডাস স্কয়ারে এবারই প্রথম বারের মতো মুক্তি পাচ্ছে বাংলাদেশি কোনো সিনেমা।

পরের সপ্তাহ ৪ মে আমেরিকার বিশ্বখ্যাত ‘রিগাল’ চেইনে প্রথম পর্যায়ে তিনটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এগুলো হলো-রিগাল ইউ এ কাফম্যান এস্টোরিয়া (নিউইয়র্ক), রিগাল বলস্টন কমন্স (ভার্জিনিয়া) ও রিগাল রয়াল পাম বিচ (ফ্লোরিডা)। বিশ্ববাজারে একই সময়ে মুক্তি পাচ্ছে হলিউডের দীর্ঘপ্রতীক্ষিত সিনেমা ‘এভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার’। এসব তথ্য নিশ্চিত করেছেন স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দ্বিতীয় পর্যায়ে আমেরিকায় আরো বেশ কয়েকটি সিনেমাহলে ও মধ্যপ্রাচ্যের আরব আমিরাত ও ওমানে মুক্তি পাবে ‘স্বপ্নজাল’। আমাদের সিনেমার জন্য রেকর্ড ১০৭টি শো নিয়েই কানাডায় প্রথম সপ্তাহ শুরু করছে ‘স্বপ্নজাল’। এভেঞ্জার্স মুক্তির সপ্তাহে বিদেশী সিনেমা হিসেবে এটি আশার বিষয়।’

নির্মাতা বলেন, ‘যারা দেশের বাইরে থাকেন তারা বাংলাদেশকে খুঁজে ফিরেন। যতবার তারা ‘স্বপ্নজাল’ দেখবেন, বাংলাদেশকে খুঁজে পাবেন।’ পরীমনি-ইয়াশ রোহান ছাড়াও এতে অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার অপু, ইরফান সেলিম, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনুসহ আরো অনেকে। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন অর্ণব।
এ এম বি । পাথরঘাটা নিউজ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)