অস্ট্রেলিয়ায় দিবা-রাত্রির টেস্ট খেলবে না ভারত

আবু জর রফি
আবু জর রফি, সাব-এডিটর
প্রকাশিত: ০২:৪৮ পিএম, ৩০ এপ্রিল ২০১৮ | আপডেট: ০৩:০৫ পিএম, ৩০ এপ্রিল ২০১৮

দিবা রাত্রী টেস্ট ম্যাচ
অনলাইন ডেস্কঃ

অস্ট্রেলিয়া সফরে দিবা-রাত্রির টেস্ট খেলবে না ভারত। অনিশ্চয়তার এমন খবর রেখেই সোমবার অস্ট্রেলিয়ার গ্রীষ্মকালীন সূচি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

৬ ডিসেম্বর অ্যাডিলেইডে গোলাপী বলে টেস্ট খেলতে চেয়েছিল অস্ট্রেলিয়া।

কারণ ২০১৫ সালের নভেম্বর পর প্রতি বছর একটি করে দিবা-রাত্রির টেস্ট অনুষ্ঠিত হয়ে আসছে।

তাদের এই রীতিতে বাধা ভারতীয় ক্রিকেট বোর্ড! সেখানে দিবা-রাত্রির টেস্ট খেলতে চায় না বিসিসিআই।

শুরু থেকে এই ফরম্যাটে একটি ম্যাচও খেলেনি কোহলিরা। কারণ তাদের অনীহা।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের পরেও অ্যাডিলেড টেস্টের সময় ঝুলিয়ে রেখেছে অস্ট্রেলিয়া।
ভারত / অস্ট্রেলিয়া
একমাত্র আশা ভারতকে সেখানে দিবা-রাত্রির টেস্ট খেলানো।

এ প্রসঙ্গে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানান, ‘অ্যাডিলেডে আমরা ভারতের সঙ্গে একটি দিবা-রাত্রির টেস্ট খেলতে চাই। আশা করছি আগামী কয়েক সপ্তাহে এ বিষয়ে একটি উত্তর হয়তো পাবো।’

অস্ট্রেলিয়ায় ভারত সফর শুরু করবে তিন ম্যাচের টি-টোয়েন্টি দিয়ে। শুরু হবে ২১ নভেম্বর।

চলবে ২৫ নভেম্বর পর্যন্ত।

এরপর হবে চার টেস্টের সিরিজ।

অ্যাডিলেডে ৬ ডিসেম্বর শুরু হবে প্রথম টেস্ট। পার্থে ১৪ ডিসেম্বর, মেলবোর্নে ২৬ ডিসেম্বর ও সিডনিতে শুরু হবে ৩ জানুয়ারি।

এরপর ১২ জানুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ব্রিসবেনে ২৪ জানুয়ারি থেকে দিবা-রাত্রির টেস্ট খেলবে অস্ট্রেলিয়া।
মানুকা ওভালে ১ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় টেস্ট।
পাথরঘাটা নিউজ/এজেআর/ ৩০ এপ্রিল

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)