পায়রা ও বিষখালী নদীতে সেতু নির্মান, বরগুনায় আনন্দ র‌্যালী

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০১:৩৩ পিএম, ২৬ ফেব্রুয়ারী ২০১৮ | আপডেট: ০১:২০ এএম, ২৭ ফেব্রুয়ারী ২০১৮

---
মোস্তাফিজুর রহমানঃ পটুয়াখালী-আমতলী-বরগুনা-কাকচিড়া সড়কের পায়রা নদীর উপর সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাই উপলক্ষে জেলা প্রশাসকের আয়োজনে এক বর্নাঢ্য আনন্দ র‌্যালীর করা হয়েছে।

২৬ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কর্যালয়ের সামনে থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আলহাজ মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা -১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা – ২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন, মহিলা সংরক্ষিত আসনের এমপি নাসিমা ফেরদৌসি।
উক্ত সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি দেলোয়ার হোসেন ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ মোঃ জাহাঙ্গির কবির, উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, পৌর মেয়র শাহাদাত হোসেন। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতা কর্মীসহ বরগুনার সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৬ ফেব্রুয়ারি

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)