যুক্তরাষ্ট্রে গেইলদের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবেন বাংলাদেশ

আবু জর রফি
আবু জর রফি, সাব-এডিটর
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ১৩ মে ২০১৮ | আপডেট: ০৩:৫২ পিএম, ১৩ মে ২০১৮

বাংলাদেশ  / ওয়েস্ট ইন্ডিজ
অনলাইন ডেস্কঃ
আগেই শোনা গিয়েছিল, ওয়েস্ট ইন্ডিজ সফরের কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচ যুক্তরাষ্ট্রে খেলতে পারে বাংলাদেশ।

অবশেষে তাই আলোর মুখ দেখতে যাচ্ছে। মার্কিনমূলুকে ক্যারিবিয়ানদের বিপক্ষে ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন সাকিব-সাব্বিররা।

আগামী জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ।

ওই সফরে ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ খেলবেন টাইগাররা। এর মধ্যে ২টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।

মার্কিন সমৃদ্ধ নগরীটির স্টেডিয়ামের কর্মকর্তাদের বরাত দিয়ে (সিডব্লিউআই) জানিয়েছে, ২টি টি-টোয়েন্টি ম্যাচের জন্য এ স্টেডিয়াম বুকিং দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ  / ওয়েস্ট ইন্ডিজ
এ জন্য ৪ ও ৫ আগস্ট আমরা এ ভেন্যু সংরক্ষিত রেখেছি। অর্থাৎ টানা দুদিনেই ম্যাচ দুটি হবে।

ইতিমধ্যেই ক্যারিবীয় দ্বীপ সফরের সূচি নির্ধারণ করে ফেলেছে বাংলাদেশ।

অবশ্য গেল মার্চেই সফরটি হওয়ার কথা ছিল। তবে হোল্ডার-গেইলরা তখন বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেয়ায় তা পেছানো হয়।

এ নিয়ে তৃতীয়বার ফ্লোরিডায় কোনো দলকে আতিথ্য দিতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১২ সালে নিউজিল্যান্ড এবং ২০১৬তে ভারতের বিপক্ষে খেলেন ক্যারিবীয়ানরা।

পাথরঘাটা নিউজ/এজেআর/১৩ মে

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)