আলেম লাঞ্ছিত ঘটনায় ছাত্র হিজবুল্লাহ’র পাথরঘাটায় বিক্ষোভ

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ১৫ মে ২০১৮ | আপডেট: ০৪:৫৮ পিএম, ১৫ মে ২০১৮

আলেম লাঞ্ছিত ঘটনায় ছাত্র হিজবুল্লাহ’র বিক্ষোভ
বরিশাল জেলার বাকেরগঞ্জ কাঠালিয়া দারুসসুন্নাত দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার ও নেছারবাগ বায়তুল আমান মসজিদ এর ইমাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের একজন আলেম মাওলানা আবু হানিফাকে লাঞ্ছিত করার প্রতিবাদে বরগুনার পাথরঘাটায় বিক্ষোভ মিছিল-মানববন্ধন হয়েছে।

আজ সকাল ১০ ঘটিকায় পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ গেট থেকে পাথরঘাটা উপজেলা ছাত্র হিজবুল্লাহর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেখ রাসেল স্কয়ার এ মানববন্ধন করেন ।
আলেম লাঞ্ছিত ঘটনায় ছাত্র হিজবুল্লাহ’র পাথরঘাটায় বিক্ষোভ
মানববন্ধন থেকে এই দুষ্কৃতীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এ সময় বক্তারা বলেন, একজন আলেমকে লাঞ্ছিত করার ঘটনায় ইতিমধ্যেই প্রশাসন তিনজনকে গ্রেপ্তার করেছে। এদের মূল হোতা ভুমি দস্যু জাহাঙ্গীর খন্দকারকে অনতিবিলম্বে গ্রেফতার করে জনসম্মুখে বিচার করার আহ্বান জানান পাথরঘাটা ছাত্র হিযবুল্লাহর নেতারা।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)