বাবা মেয়ের বিয়ে ঠেকাতে ব্যর্থ, ছাড়লেন অভিভাবকত্ব

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১১:১০ পিএম, ২৭ ফেব্রুয়ারী ২০১৮

---পাথরঘাটা নিউজ অনলাইন ডেস্কঃ
মেয়ের বয়স ১৫ বছর। অপরিণত বয়সে মেয়েকে বিয়ে দিতে রাজি ছিলেন না বাবা। এ নিয়ে ঝগড়া ঝাটির। কিন্তু পরিবারের চাপের মুখে শেষ পর্যন্ত মেয়ের বিয়ে ঠেকাতে পারেননি তিনি। এই ব্যর্থতার দায় নিয়ে চার সন্তানের অভিভাবকত্বের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিলেন বাবা। সাতক্ষীরা শহরের অদুরে বাঁকাল গ্রামের বাবা মারুফ হোসেন তবুও অনড়। ১৮ এর আগে মেয়ের বিয়ে নয়।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছেন মারুফ হোসেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার চার সন্তান। তাদের নিয়ে বেশ শান্তিতে ছিলেন তিনি। কিন্তু মেয়ে হিরা খাতুনের বয়স ১৫ হতেই তার শ্বশুর আবদুল খালেক, শাশুড়ি সালেহা বেগম এবং তার স্ত্রী মেয়েকে বিয়ে দিতে জোর তোড়জোড় চালায়। এতে বাঁধা দেন তিনি।

মারুফ বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। ১৮ বছরের আগে বিয়ে নয়। এ নিয়ে পারিবারিক বৈঠকে অনেক কথা কাটাকাটি।হয়েছে।

অবশেষ মারুফ হেরে গেছেন। তার মেয়ের বিয়ে হয়ে গেছে। তাই নিজের অপরগতা স্বীকার করে রাগে ক্ষোভে ও দুঃখে তিনি তার চার সন্তানের অভিভাবকত্বের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বলে জানান।(সূত্রঃ অবজারভার)

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৭ ফেব্রুয়ারি

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)