সরকারি হলো পাথরঘাটা কে এম মডেল মাধ্যমিক বিদ্যালয়

নোমান আল সাকিব
নোমান আল সাকিব, ফিচার লেখক
প্রকাশিত: ১১:৫৮ পিএম, ২৯ মে ২০১৮ | আপডেট: ১২:১৩ এএম, ৩০ মে ২০১৮

---
বেসরকারি আরও ৩৬টি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। সোমবার এ বিষয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার এ আদেশ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে। এ নিয়ে দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ৪০৩টিতে।

প্রজ্ঞাপনে দক্ষিনাঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কে এম মডেল বিদ্যালয়কেও সরকারিকরণ করা হয়। ২৮ মে,২০১৮ তারিখ শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে দেশের ৩৬টি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারীকরণ করা হয়। তার মধ্যে ১৬ নম্বরে রয়েছে পাথরঘাটা কে এম মাধ্যমিক বিদ্যালয়।
---
সরকার ২০১৬ সনের ১৩ জুলাই বিদ্যালয়টি সরকারি করার প্রাথমিক কাজ হাতে নেয় এবং ২০১৮ সনের ২৮ মে প্রজ্ঞাপন ও গেজেট নোটিফিকেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় পাথরঘাটা সরকারি কে এম মাধ্যমিক বিদ্যালয়ের।

সরকারের এ সিদ্ধান্তে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো এ অঞ্চলের হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের।

এন এ এস/ পিএন

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)