পাথরঘাটা পৌর শহরে কোথায় কখন ঈদের জামাতঃ পাথরঘাটা নিউজ

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ১৫ জুন ২০১৮ | আপডেট: ০৬:৫০ পিএম, ১৫ জুন ২০১৮

প্রতিকী ছবি
পাথরঘাট নিউজঃ এক মাস সিয়াম সাধনার পর অাসে ঈদুল ফিতর। রোজা ভঙ্গের প্রত্যাশিত দিন, পহেলা শাওয়াল। এ দিনে রোজা রাখা হারাম। ঈদ শব্দের অাভিধানিক অর্থ ফিরে আসা। এই দিনটি ফিরে আসুক এটাই সকলের কামনা। তাই প্রত্যাশিত এই দিনটি পেয়ে সবাই অানন্দে উদ্বেলিত ও আত্মহারা। বছরের এই খুশির দিনে ধনি, গরিব, রাজা-প্রজা কাঁদে কাঁধ মিলিয়ে এক জামাতে নামাজ আদায় করবে এটাই ইসলামের শিক্ষা।

পাথরঘাটা পৌর শহরে এবছর ঈদের দিন পাথরঘাটা কেন্দ্রীয় ঈদগাহ সহ ৫টি স্থানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
বরাবরের মতো এবারও পাথরঘাটা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৮ ঘটিকায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়াও পাথরঘাটা থানা জামে মসজিদে সকাল ৮টা ১৫ মিনিট, পাথরঘাটা সাব- রেজিষ্ট্রি জামে মসজিদ সংলগ্ন মাঠে সকাল ৮ টা ৩০ মিনিট, পাথরঘাটা উপজেলা পরিষদ জামে মসজিদে ৮ টা ৪৫ মিনিট, বাজার জামে মসজিদে সকাল ৯ ঘটিকায় পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।
পাথরঘাটা উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয় সূত্র এ সময় নিশ্চিত করেছে।

এদিকে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জন্য পাথরঘাটা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে বলে জানিয়েছেন পাথরঘাটা কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)