দোকানের ব্যবহৃত বর্জে নোংরা শহর! পরিস্কারে পাথরঘাটার স্বেচ্ছাসেবী সংগঠন

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৯ পিএম, ১৭ জুন ২০১৮ | আপডেট: ১০:৩০ এএম, ১৮ জুন ২০১৮

স্বেচ্ছাসেবী সংগঠনের শহর পরিস্কার
কাজী রাকিব পাথরঘাটা নিউজঃ ঈদ পরবর্তী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনে জমে থাকা দোকানের পরিত্যক্ত কাগজ পলিথিনে নোংরা হওয়ার দৃশ্য পাথরঘাটায় নতুন নয়।

পরিত্যক্ত দোকানের বর্জে ছেয়েগেছে পাথরঘাটা বাজারের পশ্চিম মাথা থেকে পূর্ব মাথা পর্যন্ত।
এই পরিস্থিতিতে আজ ১৭ জুন রবিবার রাত ৯ ঘটিকার দিকে পাথরঘাটার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এর যৌথ উদ্যোগে একযোগে শহর পরিস্কারের জন্য কাজ করছে।

এতে অংশ গ্রহণ করেন পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জাবির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আব্দুর রহমান জুয়েল, নাসির উদ্দিন সোহাগ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ এনামুল হোসাইন, পৌর ছাত্রলীগের সভাপতি এনামুল হোসেন বেলাল, পৌর কৃষকলীগের সভাপতি মনির হোসেন রাসেল, সাংবাদিক শফিকুল ইসলাম খোকন সহ পাথররঘাটার স্বেচ্ছাসেবী সংগঠন “প্রিয় পাথরঘাটা”, “বাতিঘর” ও “আস্থা” এর সদস্য বৃন্দ।

শ’খানেক স্বেচ্ছাসেবী কর্মীদের এ ধরনের কাজের জন্য অভিনন্দন জানিয়েছেন পাথরঘাটা সর্বস্তরের জনগণ।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)