ভ্রাম্যমান আদালতপাথরঘাটায় ট্রলারসহ মাছের পোনা জব্দ, ৭জেলেকে জরিমানা

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ১ মার্চ ২০১৮

---পাথরঘাটা নিউজ ডেস্কঃ
পাথরঘাটা উপজেলার পদ্মা স্লুইজ এলাকার মাঝের খাল থেকে একটি নামবিহীন ট্রলার ও ট্রলারে থাকা ১০লাখ বিভিন্ন প্রজাতির মাছের পোনা জব্দ করে কোস্টগার্ড। এ সময় ওই ট্রলারে থাকা ৭ জেলেকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১ মার্চ) দুপুর আড়াইটার দিকে কোস্টগার্ড অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলো, খুলনা জেলার রুপসা থানার আলাইপুর গ্রামের উজির আলী শেখের ছেলে আবসার আলী (২৯), মো. লুৎফুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (২০), শেখ গোলাম রব্বানীর ছেলে জাকারিয়া শেখ (২১), সালাউদ্দিন শেখের ছেলে শেখ মিন্টু (২৩), আবুল হাসান সিকদারের ছেলে অঅসাদ সিকদার (৩২), হামিদ সিকদারের ছেলে এখলাস সিকদার (৩০) ও সামসু সিকদারের ছেলে ইজাবুল সিকদার(২২)।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমাযুন কবির জানান, উপজেলার পদ্মা স্লুইজ এলাকার মাঝের খাল থেকে ১০লাখ বিভিন্ন প্রজাতির মাছের পোনা, নামবিহীন ট্রলার, ১০লাখ মিটার মশারী নেটজালসহ ৭জনকে আটক করা হয়। পরে সন্ধার দিকে ভ্রাম্যমান আদালতের ৭ জেলেকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং মাছের পোনা বিষখালী নদীতে অবমুক্ত ও ট্রলারটি ৪৫ হাজার টাকায় নিলামে বিক্রি করে দেয়া হয়।

তিনি আরও জানান, কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হবে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১ মার্চ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)