বিশ্বের প্রথম ‘বোরকা পরিহিতা’ ফার্স্ট লেডি বুশরা ইমরান

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ১৮ আগস্ট ২০১৮ | আপডেট: ০৭:৪৭ পিএম, ১৮ আগস্ট ২০১৮

পাকিস্তানের ফার্স্ট লেডির
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর নব নির্বাচিত চেয়ারম্যান ইমরান খানের ২২তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের মাধ্যমে তার স্ত্রী বুশরা ইমরান পাকিস্তানের খাতুনে আওয়াল(ফার্স্ট লেডি) ঘোষিত হয়েছেন। খবর ডন উর্দুর।

আজ শনিবার ইসলামাবাদে রাষ্ট্রপতির কার্যালয়ে তাকে শপথবাক্য পাঠ করান পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেন। এসময় বুশরা ইমরান ‘বোরকা পরিহিতা’ ছিলেন।

পাকিস্তানের ফার্স্ট লেডির এ নিত্যকার শৈলী বিশ্বে এখন পর্যন্ত সকল ফাস্ট লেডিদের থেকে যথেষ্ট পৃথকভাবে পরিলক্ষিত হচ্ছে। সে সাদা রঙের বোরকা ব্যতীতও সাদা রঙের জুতা, আংটি উপরন্তু, নখে সাদা রঙের নেলপালিশ ব্যবহার করেছিলেন।

টুইটারে বুশরার এ নিত্যকার স্টাইল বিভিন্নভাবে প্রশংসিত হয়েছিল। কেউ কেউ তার এমন স্টাইলকে বিশেষ গুরুত্বপ্রদান করে এটাকে পাকিস্তানের নতুন ইমেজ হিসাবে পরিগণিত করছে।

শপথের পর স্ত্রীকে সঙ্গে নিয়ে মঞ্চ থেকে নেমে অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন ইমরান।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)