শাকিব-অপু পেশাদারিত্বের পরিচয় দিলেন

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০১:০৩ পিএম, ৪ মার্চ ২০১৮ | আপডেট: ০১:৪৫ এএম, ৫ মার্চ ২০১৮

ফাইল ছবি

বিনোদন ডেস্কঃ
পেশাদারিত্বের জায়গায় শাকিব খান ও অপু বিশ্বাস দু’জনেই সমান সচেতন। তার প্রমাণ দিলেন আরও একবার। ‘পাঙ্কু জামাই’ ছবির অসমাপ্ত কাজ শেষ করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন এ জুটি।

২০১৬ সালে শুরু হয়েছিল এ ছবির কাজ। কিন্তু কিছুদিন পর ছবির কাজ থেমে গিয়েছিল মা হওয়ার জন্য অপুর আড়ালে যাওয়ায়। অবশেষে অপু তার অসমাপ্ত অংশের শুটিং শেষ করেছেন। শুটিং শেষ করে শাকিবও অংশ নিয়েছেন ছবির ডাবিংয়ে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নিজ পেশাকে সম্মান করি। আমি চাই না আমার কারণে কোনো ছবির কাজ আটকে থাকুক। প্রযোজক যেন ক্ষতির মুখে না পড়েন, সে কথা ভেবেই ছবির কাজ শেষ করছি।’

অপুর মুখেও একই কথা শোনা গেছে। তার কথায়, ‘যে কাজ হাতে নিয়েছিলাম, তা সম্পন্ন করা দায়িত্ব বলে মনে করি। তাই দেরিতে হলেও পাঙ্কু জামাই ছবির কাজ দায়িত্ব নিয়েই শেষ করলাম।’

পরিচালক আবদুল মান্নান জানান, ছবির কাজ শেষের পথে। মুক্তি দেওয়া নিয়ে আর কোনো জটিলতা নেই। আগামী বৈশাখে ছবিটি মুক্তি দেওয়া হবে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৪ মার্চ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)