পাথরঘাটায় সাংস্কৃতিক উৎসব পালিত

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৪ পিএম, ৩০ অক্টোবর ২০১৮ | আপডেট: ১২:১৮ পিএম, ৩০ অক্টোবর ২০১৮

পাথরঘাটায় সাংস্কৃতিক উৎসব পালিত“সৃজনে উন্নয়নে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কেসামনে রেখে পাথরঘাটা উপজেলা প্রসাশনের উদ্যোগে সাংস্কৃতিক উৎসব ও মেলা পালিত হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টার সময় পাথরঘাটা উপজেলা পরিষদ থেকে বনাট্যর‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষি করে পাথরঘাটা কেএম মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে পাথরঘাটা কেএম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা প্রশাসক মো. কবির মাহমুদ।

এসময় আরো উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট জাবির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল আহম্মেদ পঞ্চায়েত, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবীর আহমেদ, সুশীলনের পাথরঘাটা ব্যাবস্থাপক মো. ইসমাইল হোসেন, রায়হান পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যা মিজানুর রহমান রুপক, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রোকনুজ্জামান রুকু প্রমুখ।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩০ অক্টোবর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)